নয়াদিল্লি: সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে হামলার শিকার হলেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার দিল্লির বিজওয়াসান এলাকায় একটি অভিযানের সময় ইডির অ্যাডিশনাল ডিরেক্টর গুরুতর আহত হন।
সকালে অশোক শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা এবং ভুয়ো পার্ট টাইম চাকরির নামে হাজার হাজার মানুষকে প্রতারণার অভিযোগে কয়েক কোটি টাকার সাইবার অপরাধের তদন্ত চলছিল। অভিযানের সময় অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের উপর আক্রমণ চালায়।
ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় ঘটনাস্থলে পাঁচজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন পালিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলেছে ইডি ও নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।