জাতীয় দলের তকমা হাতছাড়া তৃণমূলের, রাজ্য দলের স্বীকৃতি হারাল ২ বাম দল

কলকাতা: জাতীয় দলের তকমা হারিয়েছে রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গেজাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে সিপিআই, এনসিপি-ও। সিপিআই শুধু জাতীয় দলের তকমা হারিয়েছে তাই নয়, বাংলা ও ওড়িশার আঞ্চলিক দল হিসেবেও আর গণ্য হবে না তারা। একই ভাবে এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল (রাজ্য দল)-এর তকমা আরএসপি। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সোমবার এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় দলের তকমা হারিয়েছে বাম দল সিপিআই। বাংলায় সিপিএমের দীর্ঘ দিনের শরিক দল আরএসপি পশ্চিমবঙ্গের রাজ্য দলের মর্যাদাও হারাল।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দলগুলির প্রাপ্ত ভোটের শতকরা হিসেবও বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন। ২০১১ সালে বঙ্গ রাজনীতির পালাবদল পরবর্তী সময় থেকেই বামফ্রন্টের শরিক দলগুলির শক্তি ক্রমেই কমেছে। অন্তত ভোট ময়দানে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, প্রতি ১০ বছর অন্তর দলগুলির স্বীকৃতি খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, জাতীয় দল হতে গেলে প্রথমত, দেশের মোট লোকসভা আসনের ২ শতাংশ পেতে হয় ৩ রাজ্য থেকে। দ্বিতীয়ত, জাতীয় দল হতে গেলে অন্তত চারটি আলাদা আলাদা রাজ্য থেকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে অন্তত ৬ শতাংশ বা তার বেশি ভোট পেতে হয়। জাতীয় দল হওয়ার আরেকটা উপায় আছে। সেটা হল চারটি রাজ্যে আঞ্চলিক দলের স্বীকৃতি পাওয়া। সেটার জন্যও অন্তত চার রাজ্যে ন্যূনতম ২ জন করে বিধায়ক বা ৬ শতাংশ ভোট পেতে হয়। এই শর্তগুলি পূরণ না হওয়ায় জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, সিপিআই এবং এনসিপি।

অন্য দিকে, রাজ্য দলের তকমা পেতে হলে পাঁচটি শর্তের একটি পূরণ করতেই হয়। প্রথম শর্ত, শেষ বিধানসভা নির্বাচনে কমপক্ষে ৬ শতাংশ ভোট এবং দু’টি আসনে জিততে হয়। দ্বিতীয় শর্ত, সর্বশেষ লোকসভা নির্বাচনে রাজ্যে প্রদত্ত ভোটের কমপক্ষে ৬ শতাংশ পেতেই হবে কিংবা দলের প্রতীকে অন্তত এক জন সাংসদকে নির্বাচিত হতে হবে। তৃতীয় শর্ত, রাজ্যের শেষ বিধানসভা নির্বাচনে মোট আসনের তিন শতাংশ অথবা তিনটি আসনে জয়ী হতে হবে। চতুর্থ শর্ত, শেষ লোকসভা নির্বাচনে দলকে প্রতি ২৫টি আসন পিছু কমপক্ষে একজনকে জেতাতে হবে। পঞ্চম শর্ত, শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে আট শতাংশ পেতেই হবে।

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ