অবশেষে কিছুটা হলেও স্বস্তি, কাজে ফিরলেন আর জি কর হাসপাতালের চিকিৎসকদের একাংশ

ডেস্ক: অবশেষে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মেডিক্যাল কলেজের অন্দরে। কাজে ফিরলেন চিকিৎসকদের একাংশ। তবে এখনও ৫জন আন্দোলনকারী অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর।তাঁদেরকেও নানাভাবে কাজে ফেরানোর চেষ্টা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।  গতকালই তিনটি বিভাগে কাজে যোগ দিয়েছিলেন তাঁরা। আজ আরও একটি বিভাগে যোগ দিয়েছেন সেই চিকিৎসকেরা। এ দিকে বুধবার সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন মেন্টর কমিটির সদস্যরা। এ দিন তাঁরা পড়ুয়াদের অনশন মঞ্চে যাবেন বলেও জানিয়েছেন।


বুধবার সকালে কাজে যোগ দিলেন আন্দোলনকারীদের একাংশ। তাঁদের মধ্যে রয়েছেন হাউস স্টাফ ও পিজিটিরা। তবে এখনও ইন্টার্নরা চালাচ্ছেন বিক্ষোভ, অনশন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে আন্দোলনকারীদের একাংশ কাজে ফেরায় হাসপাতালের সমস্যা মিটে যাবে বলেই আশাবাদী তাঁরা। মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক পিজিটিরা ১০০ শতাংশ পিজিটি জয়েন করেছেন।

আরও পড়ুন: কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল, দামবৃদ্ধি পেট্রোলের


গত ৪৮ ঘন্টা ধরে পিজিটিদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন মেন্টর কমিটির সদস্য চিকিৎসকেরা। বুধবার সকাল থেকেও দেখা গেল সেই একই ছবি। তবে কিছুটা হলেও পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মেন্টর কমিটির তরফ থেকে জানানো হয়েছে ১০০ শতাংশ স্নাতকোত্তরের পড়ুয়ারা কাজে যোগ দিয়েছেন। এমার্জেন্সিতে যাঁরা আসছে তাঁদের প্রত্যেককেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়