পুরীতে সমুদ্র স্নানে নেমে মৃত হাওড়ার বাসিন্দা পিতা-পুত্র

পুরীতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু বাবা ও ছেলের। সমুদ্রই টেনে নিল রঞ্জন দাস ও তাঁর পুত্রকে। উদ্ধার হল তাদের নিথর দেহ। তাঁরা হাওড়ার বাসিন্দা। হাসপাতালে ভর্তি অসুস্থ আরও এক জন।

জানা গিয়েছে, মৃতদের নাম রঞ্জন দাস( ৫২) ও তাঁর ছেলে ঋষভ দাস (১৬) বছর বয়স। হাওড়া শিবপুর থানার অন্তর্গত ১ নম্বর আচার্যি পাড়া এলাকার বাসিন্দা তাঁরা।

গত ১ মে তারা পরিবার নিয়ে পুরীর জন্য রওনা দিয়েছিলেন। রঞ্জন দাস, তার স্ত্রী, ছেলে, ভাগনা ও তার মা পুরী বেড়াতে গিয়েছিলেন। বেশ আনন্দের সঙ্গেই পুরী বেড়াচ্ছিলেন পরিবার। এরপর এদিন দুপুরে তারা দল বেঁধে স্নান করতে নামেন। পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর ১৩ এলাকায় সমুদ্রস্নানে নামেন তাঁরা। প্রচণ্ড ঢেউতে রঞ্জন, তাঁর ছেলে ঋষভ ও ভাগ্নে সায়ন তলিয়ে যান। পরিবারের বাকি সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন।

সায়নকে কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়। তবে রঞ্জন এবং তাঁর ছেলেকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দু’জনকে মৃত বলে জানান।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?