প্রথম পাতা খবর ফিডার সিস্টেমের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, মেট্রো স্টেশনের সঙ্গে সরকারি বাস পরিষেবা

ফিডার সিস্টেমের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর, মেট্রো স্টেশনের সঙ্গে সরকারি বাস পরিষেবা

293 views
A+A-
Reset

বাড়ি থেকে কীভাবে মেট্রো স্টেশন যাবেন? তা নিয়ে রোজ সকালে অনেক নিত্যযাত্রীকেই দুশ্চিন্তায় থাকতে হবে। এই সমস্যার করতে সরকারি বাস চালুর পরিকল্পনা রাজ্যের। মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা। যানজট এড়াতে এই ‘ফিডার সিস্টেম’ এর কথা শোনালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

তিনি বলেন, এই ধরনের সুবিধা দেখা যায় মুম্বইয়ে। নয়া পরিষেবা চালু হলে সুবিধা হবে মানুষের। এই পরিকল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রেলমন্ত্রী থাকাকালীন এই পরিকল্পনা করেছিলেন। তা জানিয়েছেন ফিরহাদ হাকিম নিজেই। সেই উদাহরণও দিয়েছেন ফিরহাদ। তিনি জানিয়েছেন, চেতলায় থাকেন তিনি। নিকটবর্তী মেট্রো স্টেশন হল কালীঘাট। সেক্ষেত্রে চেতলা থেকে ফিডার পরিষেবা ব্যবহার করে কালীঘাট মেট্রোয় যাওয়া যাবে।
বাড়ি থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন পর্যন্ত সরকারি বাস চলবে। ওই বাসে চেপে নিকটবর্তী মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন যাত্রীরা। ফেরার সময়ও মেট্রো স্টেশন থেকে বাড়ির উদ্দেশে সরকারি বাস পেয়ে যাবে। এমনই ‘ফিডার সিস্টেম’ চালু করতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন :

মল্লিকবাজারের হাসপাতালের আট তলার কার্নিশ ঝাঁপ রোগীর, দমকলের ভূমিকায় প্রশ্ন

রচিত হল ইতিহাস, আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভোর থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন দ্রৌপদী, সমর্থন চেয়ে মমতা-সনিয়াকে ফোন

সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা টপকালো ১৭ হাজার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.