কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। শুক্রবার দুপুরে কসবার অ্যাক্রোপলিস মলে আগুন। অগ্নি নির্বাপনে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মলের চার তলায় যেখান ‘ফুড কোর্ট’ রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। ঘটনার সময় ভিতরে ছিলেন বহু মানুষ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা।
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল এটি। এখানে রয়েছে বহু নামী ব্র্যান্ডের শোরুম। ওপরে রয়েছে বড় ফুড কোর্ট। সেই ফুড কোর্টেই আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ক্রমে আগুন ছড়িয়ে পড়ে মলের ভিতরে।
অন্য় দিনের মতোই, বহুতল এই বিল্ডিং-এ প্রচুর কর্মীরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে শপিং মলে ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছিল। আতঙ্কে অনেকে কালো ধোঁয়ার মধ্যেই সিঁড়ি দিয়ে নীচে নামতে থাকেন। বাকিদেরও তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের কাউকে কাউকে পাঁজাকোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। পরে হাইড্রলিক ল্যাডার নিয়ে উদ্ধারের কাজ শুরু করেন দমকলের কর্মীরা। আনা হয় দু’টি হাইড্রলিক মই। সেগুলির মাধ্যমে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করা হয়।
প্রথমে আগুন লেগেছে যে অংশে সেখানে পৌঁছনো যাচ্ছিল না, পরে ল্যাডারের সাহায্য সেই অংশ পৌঁছতে সফল হন দমকল কর্মীরা। এরপরেই ওই অংশের ভেন্টিলেশন স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হয় কাচ। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে।