ইন্ডিয়া ওয়ান্টস্ মমতাদি কমিউনিটির প্রথম সম্মেলন

কলকাতা: রবিবার ১৫ জানুয়ারি ইন্ডিয়া ওয়ান্টস্ মমতাদি কমিউনিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার ভারত সেবা হলে। রাজ মুখার্জী ও নীলাঞ্জন দাসের প্রচেষ্টায় ২০২১ সালের জুন মাসের ১ তারিখে এই কমিউনিটির আত্মপ্রকাশ ঘটে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়া ওয়ান্টস্ মমতাদি কমিউনিটির মূল উদ্দেশ্য ২০২৪ সাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর মসনদে দেখা। তার জন্য এই কমিউনিটি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে।

আইডব্লুএম-এর প্রথম সম্মেলনকে উৎসাহিত করতে তৃণমূল কংগ্রেস দলের একাধিক নেতানেত্রী ও দলীয় মুখপাত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ড. রিজু দত্ত, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ, সায়নদেব চ্যাটার্জী প্রমুখ। এই সম্মেলনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে হল ছিল কানায় কানায় পূর্ণ। প্রথম সম্মলেন যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন দুই ফাউন্ডার রাজ মুখার্জী ও নীলাঞ্জন দাস।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?