Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাজল ভোটের ঘণ্টা, পাঁচ রাজ্য, সাত দফায় নির্বাচন, শুরু ১০ ফেব্রুয়ারি, ফলাফল ১০মার্চ - NewsOnly24

বাজল ভোটের ঘণ্টা, পাঁচ রাজ্য, সাত দফায় নির্বাচন, শুরু ১০ ফেব্রুয়ারি, ফলাফল ১০মার্চ

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার দুপুর ৩-৩০মিনিটেই ঘোষণা হল পাঁচ রাজ্যে অগ্নিপরীক্ষার দিনক্ষণ। কমিশনের প্রকাশিত সূচি অনুসারে পাঁচ রাজ্যে মোট সাত দফায় হবে এই নির্বাচন পর্ব। শুরু হবে ১০ ফেব্রুয়ারি আর শেষ হবে ১০ মার্চ।

দেশ জুড়ে তীব্র আকার নিতে চলেছে করোনার সংক্রমন। এই আবহে শেষ পর্যন্ত আদৌ কী সম্ভব পাঁচ রাজ্য়ের বিধানসভার নির্বাচন সম্পন্ন করা? বিগত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক মহলে এটাই ছিল প্রধান আলোচ্য় বিষয়। এক্ষেত্রে অনেকেই মনে করছিল যে, শেষ পর্যন্ত হয়ত  পিছিয়ে যাবে এই ভোট গ্রহণ পর্ব। তবে যাঁরা এমনটা মনে করছিলেন সেই তাঁদেরকে ভূল প্রমানিত করে শনিবার সায়াহ্নে নির্বাচন করার ব্য়াপারেই সিলমোহর বসাল নির্বাচন কমিশন।

উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখন্ড। এই পাঁচ রাজ্য়ে হবে ভোট গ্রহন পর্ব। যা শুরু হবে আগামী ফেব্রুয়ারির ১০ তারিখ এবং শেষ হবে আগামী ১০ মার্চ। অর্থাৎ ফল প্রকাশ হবে মার্চের ১০ তারিখ। পাঁচ রাজ্য়ের মোট ভোটার সংখ্য়া ১৮কোটি ৩০লক্ষ।  আগেরবার আর্থাৎ ২০১৭ সালে নির্বাচন হয়েছিল ওই পাঁচ রাজ্য়ে। সেবার  উত্তরপ্রদেশের ৪০৩ আসনে ভোট হয় সাত দফায়। মণিপুরে ভোট হয় দুই দফায়। উত্তরাখণ্ড, পঞ্জাব, এবাং গোয়ায় ভোট হয়েছিল এক দফায়। উল্লেখযোগ্য়, এবারও গতবারের মতই প্রায় একই রকমভাবে একই দফায় নির্বাচন করতে চলেছে কমিশন।

এবারও উত্তরপ্রদেশের নির্বাচন হবে সাত দফাতেই। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি। তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি। চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি। পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি। ষষ্ঠ দফা ৩মার্চ এবং সপ্তম দফা ভোট গ্রহণ হবে ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ। মণিপুরে এবারও ভোট গ্রহণ হবে দুই দফায়। প্রথম দফা হবে ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফা ৩ মার্চ। এছাড়া বাকি তিন রাজ্য় পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ার নির্বাচন এবারও হবে এক দফাতেই। ভোট গ্রহন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে পাঁচ রাজ্য়ের নির্বাচন পর্ব আলাদা তারিখে হলেও ভোট গণনা হবে একই সঙ্গে। সেক্ষেত্রে ভোট গণনাপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

Related posts

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,