Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভুটানে প্রবল বৃষ্টির জের, হড়পায় ভাসল জয়গাঁর ঝর্নাবস্তির রাস্তা - NewsOnly24

ভুটানে প্রবল বৃষ্টির জের, হড়পায় ভাসল জয়গাঁর ঝর্নাবস্তির রাস্তা

জয়গাঁ: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোরায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের জয়গাঁর ঝর্নাবস্তির রাস্তায় ধস।

বুধবার ভোরে হাসিমারা ঝোরায় জল উপচে ভেসে যায় আশপাশের এলাকা। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ঝোরার পাশ দিয়েই চলছে চলাচল। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১৫ দিন ধরে ভুটান পাহাড় থেকে জল এসে এলাকা ক্ষতিগ্রস্ত করছে। ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এনিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছোন ব্লক প্রশাসনের আধিকারিক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জয়গাঁ উন্নয়ন পর্ষদ (জেডিএ)-এর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। রাস্তা মেরামতির তোড়জোড় চলছে।

ইতিমধ্যেই সিকিমে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কালিম্পং, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কালীপুজোতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, নেপথ্যে জোড়া ঘূর্ণাবর্ত

Related posts

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,