উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি , লাল সতর্কতা জারি আলিপুরদুয়ার, কোচবিহারে

ডেস্ক: আগামীকাল থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে অস্বস্তির আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মিলিয়ে বেশ কয়েকটি জেলার বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা।  তার জেরে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আগামী চারদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। 


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই সকাল পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 


এর মধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে। এদিকে ভুটান পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বানারহাট, বিন্নাগুরি চামুর্চি এলাকায়। জলমগ্ন হয়ে বিন্নাগুরির বিস্তীর্ণ এলাকা। হাতিনালার জল উপচে ঢুকে পড়ে বিন্নাগুরি এসএম কলোনি, নেতাজি পল্লী এলাকায় জলবন্দি হয়ে পড়ে প্রায় ১৫০ পরিবার।

আরও পড়ুন: ভুয়ো টিকা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলার কলকাতা হাইকোর্টে, বুধবার শুনানি

জলপাইগুড়িতে রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে চরম দূর্ভোগে বাসিন্দারা। হাতি নালা জলে ডুবে গিয়েছে। বিন্নাগুড়ি বানারহাট এর প্রায় চা বাগান জলমগ্ন । চা-বাগানের উপর দিয়ে বইছে জলের স্রোত। বিন্নাগুড়ি থেকে হলদিবাড়ি গামী রাজ্য সড়কের উপর দিয়ে দাঁড়িয়ে আছে এক হাঁটু জল। 


অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে।  দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে।


Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?