প্রথম পাতা খবর হাসপাতালে ভর্তি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী

হাসপাতালে ভর্তি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী

196 views
A+A-
Reset

নয়াদিল্লি: বর্ষীয়ান বিজেপি নেতা ও ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে গুরুতর অসুস্থতার কারণে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবতিপর এই নেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, বর্তমানে আডবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সূরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করছেন। এর আগেও বয়সজনিত সমস্যার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

লালকৃষ্ণ আডবাণীর জন্ম অবিভক্ত ভারতের করাচিতে, ১৯২৭ সালে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের হাত ধরে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। বিজেপি প্রতিষ্ঠার অন্যতম কান্ডারি হিসেবে তিনি পরিচিত। ১৯৮০ সালে বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন এবং ধীরে ধীরে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সালে বাজপেয়ী মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বে বিজেপি বহু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.