কলকাতা: শনিবার ঠান্ডার নিরিখে দক্ষিণবঙ্গের পাঁচটি শহর উত্তরবঙ্গের কালিম্পংয়ের চেয়েও শীতল!
দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের সবচেয়ে কম। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দার্জিলিঙের পরেই দ্বিতীয় স্থানে। শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি, আসানসোলে ৯.৫ ডিগ্রি, সিউড়িতে ৯.৪ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি কম থাকবে। এর পরের তিন দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে।
এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে। বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে অসমের উপরে এবং লক্ষদ্বীপ ও মলদ্বীপের উপর।