Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! কোথা থেকে পাবেন টিকা? জেনে নিন - NewsOnly24

আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! কোথা থেকে পাবেন টিকা? জেনে নিন

আজ থেকে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজের বিনামূল্যে টিকাকরণ। এখনও দেশে সময়মতো বুস্টার ডোজ নেননি ৯২ শতাংশ মানুষ। অন্যদিকে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। এই অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে দেশজুড়ে বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি চালু হল।গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, ‘ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। আজাদি অমৃতকাল উদযাপনের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে।’

জানা যাচ্ছে নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত সরকারি টিকাকেন্দ্র থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বিনামূল্যে বুস্টার ডোজ নিতে পারবেন। করোনা বুস্টার ডোজের টিকা নিতে হতে অবশ্যই করোনার দুটি ডোজের টিকাকরণ হয়ে থাকতে হবে। সেই প্রমাণ পত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সংশ্লীষ্ট কেন্দ্রে। প্রবীণদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সেই সঙ্গে পরিচয় পত্র হিসেবে আধার সঙ্গে রাখতে হবে।

কলকাতা শহরের একাধিক সরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। কলকাতা পুরসভার পক্ষ থেকেও একাধিক কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে যেসব কেন্দ্রে তার মধ্যে রয়েছে ১বি গোপাল চ্যাটার্জী রোড, ১২৬ কালী চরণ ঘোষ রোড, ইন্দ্র বিশ্বাস আরডি এবং তারাশঙ্কর সরণীর ক্রসিং, গোপাল মুখার্জী রোড, পাইকপাড়া, ৭৮/৪- বাগবাজার স্ট্রিট, ৫৬/১ রাজা রাজ – বল্লভ স্ট্রিট, ৫এ
রাজা নব কৃষ্ণ স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট, নীলমনি মিত্র স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট, উল্টাডাঙ্গা মেইন রোড, ৪০ ক্যানাল ইস্ট রোড, পি-১৯ সিআইটি রোড, ৯৪ কে জি বসু সরণি। এছাড়া মদন মিত্র লেন, বারাণসী ঘোষ লেন, সন্তোষ মিত্র স্কোয়ার, মির্জা গালিব স্ট্রিট, ১৫- রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, এজেসি বোস রোড।

আরও পড়ুন :

নারী পুরুষে বৈষম্যে আজ ভারত কোথায় দাঁড়িয়ে

দার্জিলিঙের দোকানে মোমো বানালেন মমতা

ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিতর্ক রেখেই শুরু হল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ  মেট্রো পরিষেবা

দেশে চোখ রাঙাছে করোনা, ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের

Related posts

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ