জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি বৈঠকের পর একগুচ্ছ ব্যবস্থার কথা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। সেই মেলার প্রস্তুতি নিয়ে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, “এ বারে মেলার জন্য নানা ধরনের ব্যবস্থা নিচ্ছি”।

পুণ্যার্থীদের সুরক্ষা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় ওই বৈঠকে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মমতা জানালেন, “মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। ২১টি জেটির ব্যবস্থা করা হয়েছে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে”।

গঙ্গাসসাগরে ইনটেনসিভ কেয়ার ইউনিট রাখার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জরুরি ব্যবস্থার অঙ্গ হিসাবে ১টি এয়ার অ্যাম্বুলেন্স, ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। কেউ এ সময়ে দুর্ঘটনায় মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার”।

গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য মেগা কন্ট্রোল রুম থাকছে। মুখ্যমন্ত্রীর কথায়, “১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে। রাখা হয়েছে ১১টি বাফার জোন, ১০টি পার্কিং জোন। নেভিগেশনের জন্য বিশেষ চ্যানেল করা হয়েছে। নজরদারি রাখতে ১১৫০টি সিসিটিভি, ২০টি ড্রোন ব্যবহার করা হবে ক্রাউড ম্যানেজমেন্টে”।

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ