নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস, মণিপুরে মৃত কমপক্ষে ১৫

বুধবার মর্মান্তিক দুর্ঘটনা মণিপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল স্কুলবাস। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫ পড়ুয়া। মণিপুরের নোনি জেলার বিষ্ণুপুর-খুপুম রোডের ঘটনা।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নোনি জেলার খৌপামে স্কুলের ছাত্রীদের নিয়ে বার্ষিক শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল থামবালনু হাইস্কুল। লংসাই তুবুং গ্রামের কাছে ওল্ড কাছার রোডে স্কুল বাসটি অন্য একটি বাসে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, “এসডিআরএফ এবং মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজের তদারকিতে ঘটনাস্থলে রয়েছেন বিধায়করা। আহত ছাত্রীরা সুস্থ হয়ে উঠুক, এই কামনা করছি”।

এখনও পর্যন্ত প্রশাসনের তরফে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়নি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বহু। এই দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত মণিপুরে শিক্ষামূলক ভ্রমণ বাতিল করা হয়েছে।

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার