গার্ডেনরিচে একটি আবাসন হেলে পড়ল পাশের আবাসনে, চলছে ভাঙার কাজ

কলকাতা: গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে পাশাপাশি দুটি আবাসন একটি অপরটির ওপর হেলে পড়েছে। স্বাভাবিক ভাবেই যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গার্ডেনরিচের ফতেপুর এলাকায় বাজারের পাশে এই দুই আবাসনের নির্মাণকাজ শুরু হয়েছিল চার-পাঁচ বছর আগে। আচমকা স্থানীয়রা দেখতে পান ওই পাঁচ তলা দুটি বিল্ডিংয়ের একটি অন্যের দিকে হেলে পড়েছে। একটি বিল্ডিং শুধু যে হেলে গিয়েছে তা নয়, অন্যটিতে ঠেকে যাওয়ায় সেটি ক্ষতিগ্রস্তও হয়েছে। দেওয়ালে ফাটল দেখা দিয়েছে।

বুধবার কলকাতা পুরসভার তরফ থেকে বিল্ডিং বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। হেলে পড়া বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে তৈরি হয়েছে আবাসন। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে বাড়িগুলি তৈরি হয়েছে। বিল্ডিং দুটি চারতলা হওয়ার প্ল্যান ছিল। কিন্তু সেই জায়গায় পাঁচতলা করা হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগও উঠেছে।

বিষয়টি খতিয়ে দেখছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। ঠিক কী কারণে, আবাসনটি হেলে পড়ল, সেটা এখনও জানা সম্ভব হয়নি। আপাতত বিপজ্জনক পরিস্থিতি এড়ানোর জন্য হেলে পড়া অংশটি ভাঙার কাজ চলছে।

Related posts

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর