ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক, কামালগাজিতে অসুস্থ কয়েকজন কর্মী

কলকাতা: কামালগাজির কন্দর্পপুরে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক করে ঘটল বিপত্তি। অসুস্থ কয়েকজন কর্মী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ দুই দমকলকর্মীও। কিছু ক্ষণের মধ্যে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৪টের নাগাদ গ্যাস লিক করতে শুরু করে কামালগাজির ওই ঠান্ডা পানীয়ের কারখানায়। ঘটনার জেরে ওই এলাকায় ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাসের কটু গন্ধ। বেজে ওঠে সাইরেন। কারখানা যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। অবশ্য ততক্ষণে গ্য়াসের ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ, ঘিরে ফেলা হয় এলাকা। পুলিশ সূত্রে খবর, কারখানায় অ্যামোনিয়া গ্যাস সরবরাহকারী পাইপে লিকেজের কারণেই এই বিপত্তি। স্রেফ শনাক্ত করা নয়, পাইপের যে অংশ থেকে গ্যাস বেরোচ্ছিল, সেই অংশটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়