সস্তায় বিমান টিকিট চান? নতুন ফিচার লঞ্চ করল গুগল ফ্লাইটস

নতুন একটি ফিচার চালু করেছে গুগল ফ্লাইটস (Google Flights)। বিমান ভাড়ায় অর্থ সাশ্রয়ের লক্ষ্যে ভ্রমণকারীদের কাজে লাগবে এই ফিচার।

আনুষ্ঠানিক ভাবে সোমবার সকালে একটি ব্লগ পোস্টের মাধ্যমে নতুন ফিচারটি ঘোষণা করা হয়। ফ্লাইট বুকিংয়ের জন্য নির্দিষ্ট সময়ে সবচেয়ে বাজেট-বান্ধব টিকিট‌ের ব্যাপারে গুগল থেকে নির্দেশিকা পাওয়া যায়।

এই সংযোজনটি বর্তমানে চালু প্রাইস ট্র্যাকিং অ্যালার্ট এবং প্রাইস গ্যারান্টি চয়েজের পরিপূরক। “চিপেস্ট টাইম টু বুক”-এর মাধ্যমে সফরকারীদের আরও উন্নত পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছে গুগল। জানানো হয়েছে, সফরকারী নির্ধারিত তারিখ এবং গন্তব্য উল্লেখ করার পর নির্ভরযোগ্য প্রবণতার যাবতীয় তথ্য দেখতে পাবেন। সেখান থেকেই টিকিট বুক করার জন্য সবচেয়ে কম দামের ফ্লাইট বেছে নেওয়া যাবে।

এই ফিচার থেকেই আপনি সহজে জানতে পারবেন, ঠিক কোন সময় কোন ফ্লাইটের টিকিট সবচেয়ে সস্তা। কারণ, টিকিটের দাম নেমে গেলেই অনেকে বুকিংয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন। এ বার ওই ফিচারের মাধ্যমে সঠিক সময়টি নিশ্চিত হতে পারবেন।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর