ইন্ডিগোর জোড়া বিমানে প্রযুক্তিগত সমস্যা, নিরাপদ অবতরণ

ইন্ডিগো বিমানে শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি

কলকাতা: একই দিনে ইন্ডিগোর দুটি বিমানে প্রযুক্তিগত গোলযোগ। একটির গন্তব্য ছিল মাদুরাই থেকে মুম্বই। অন্যটি কলকাতা থেকে যাচ্ছিল বেঙ্গালুরু। মঙ্গলবার প্রযুক্তিগত সমস্যায় পড়ার কারণে দুই বিমানকেই জরুরি অবতরণ করানো হয়।

ইন্ডিগোর ৬ই-২০১২, মাদুরাই থেকে মুম্বইগামী বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা লক্ষ্য করা যায়। সেটিকে গন্তব্যে অবতরণ করানোর পর বর্তমানে মুম্বইয়ে পার্ক করা আছে।

কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর আরেকটি ফ্লাইট (৬ই-৪৪৫) সমস্যার সম্মুখীন হওয়ার কয়েক মিনিট পরে কলকাতায় ফিরে আসে। সূত্রের খবর, সেই সময় বিমানের মাত্র একটি ইঞ্জিন ঠিকঠাকভাবে কাজ করছিল। একটি ইঞ্জিনের সাহায্যেই বিমানটি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।

ঘটনায় প্রকাশ, দুপুর ২টো ২৯ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে গিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু, মাত্র ২০ মিনিটের মধ্য়েই বিমানের ইঞ্জিনে দেখা যায় গোলযোগ। নিরাপদ অবতরণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটি ঠিক হয়নি। সে কারণেই অন্য একটি বিমান সন্ধ্যে ৬টা ৪৪ মিনিট নাগাদ ২০৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়।

Related posts

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার