২ মে থেকেই পড়ছে গরমের ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা: চৈত্রের শেষবেলায় তীব্র গরম বাংলায়। রাজ্যজুড়ে জারি হয়েছে দাবদাহের সতর্কতা। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বার ২ মে থেকে ছুটি পড়ে যাবে প্রত্যেক সরকারি স্কুলে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৪ মে-র বদলে ২ মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে।

চৈত্রের শেষে তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। কলকাতার তাপমাত্রা ৪০-এর কাছাকাছি পৌঁছেছে বুধবার। এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন। সেই মতো ৩ সপ্তাহ ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর।

রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার আবদেন জানানো হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার