Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এই প্রথম দুর্গাপুজো উপলক্ষে বন্দিমুক্তি, ছাড়পত্র রাজ্যপালের - NewsOnly24

এই প্রথম দুর্গাপুজো উপলক্ষে বন্দিমুক্তি, ছাড়পত্র রাজ্যপালের

রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। ফাইল ছবি

কলকাতা: দুর্গাপুজো উপলক্ষে বন্দিদের মুক্তিতে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়াদি সাজাপ্রাপ্ত ৭১ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য রাজভবন থেকে নির্দেশ পাঠানো হয়েছে নবান্নে।

এই ইস্যু অনেকদিন ধরেই অমীমাংসিত পর্যায়ে ছিল। রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে, এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলা হয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষেও রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রথম রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে জেলে থাকা বন্দিদের বন্দি মুক্তি করা হচ্ছে। এই ৭১ জন বন্দি ভারতীয় নাগরিক। এছাড়া আরও ১৬ জন বিদেশি বন্দি নাগরিককেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে বিবেচনা করে মুক্তির জন্য বলেছেন রাজ্যপাল বোস।

প্রসঙ্গত, এর আগে স্বাধীনতা দিবসের আগে বন্দিমুক্তি ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ দেখা গিয়েছিল। রাজ্যের তরফে যে প্রস্তাবিত বন্দিমুক্তির তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের থেকেও জবাবও চেয়েছিলেন তিনি। রাজ্যের তরফে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সেই সময় ফাইলে অনুমোদন দেননি তিনি।

Related posts

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের