কলকাতা: গত কয়েক দিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালি এলাকায়। পুলিশ প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত। সোমবার সন্দেশখালিতে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
সন্দেশখালির ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের থেকে সন্দেশখালির ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, এ দিন সন্দেলখালিতে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন সিভি আনন্দ বোস। পাশাপাশি কথা বলবেন সন্দেশখালির সাধারণ মানুষের সঙ্গে।
পাশাপাশি, সন্দেশখালির আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার সেখানে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি জানিয়েছেন সোমবার তিনি যাবেন সন্দেশখালিতে। ৫০ জনকে সঙ্গে করে সেখানে যাওয়ার কথা ঘোষণা করেছেন। সন্দেশখালি যেতে যদি রাজ্যের পুলিশ তাঁকে বাধা দেয়, তাহলে যেখানে বাধা দেওয়া হবে সেখানেই অবস্থান বিক্ষোভ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।