কলকাতা: সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে গোটা বাংলায়। আবহবিদদের অনুমান, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে।
মাঝে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও, সরস্বতী পুজোর আগে ফের শীতের আমেজ রাজ্য জুড়ে। তবে সোমবার পারদ চড়বে একটু। কিন্তু ঠান্ডা আমেজ বজায় থাকবে। এর পর ক্রমশ বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবারের মধ্যে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।
এ দিন কলকাতার তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে পরিষ্কার আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি বাতাসে ধাক্কা খেতে চলেছে শীত। সোমবার থেকেই বাড়বে দিন-রাতের তাপমাত্রা। এরইমধ্যে আবার রয়েছে আবার বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোয় ১০ জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সতর্কতাও থাকছে। সরস্বতী পুজোয় কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।