গুজরাতে মর্মান্তিক নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬

ভদোদরা: গুজরাতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। ভদোদরায় হ্রদের মাঝে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক স্কুল পড়ুয়ার। এই বোটে ছিলেন মোট ৩১ জন। পড়ুয়াদের নিয়ে একটি পিকনিক চলছিল। সেখানেই এই বোট উল্টে যায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বোট দুর্ঘটনায় মৃতের সংখ‍্যা অন্তত পক্ষে ১৬। সূত্রের খবর অনুযায়ী, মৃত ১৬ জনের মধ‍্যে ১৪ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক শিক্ষিকা। নিহত এবং আহতদের পরিবারের প্রতি আর্থিক সাহায‍্যের কথা ঘোষণা করেছেন সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।

ভদোদরায় নৌকাডুবির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । নিহতদের পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।

সূত্রের খবর অনুযায়ী, মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে অর্থ সাহায‍্য করা হবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে