সময় বদলে গেল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের! ক’টা থেকে শুরু পরীক্ষা?

কলকাতা: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর সময় বদলে যাচ্ছে। তবে অপরিবর্তিত থাকছে সূচি। সংশ্লিষ্ট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে এই সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন।

এই সময় বদলের প্রকৃত কারণ পর্যদ কিংবা সংসদের তরফে এখনও জানানো হয়নি। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে পর্যদ এবং সংসদের কর্তাদের বৈঠক হয়। বৈঠকের পরেই এই সময় বদলের খবর প্রকাশ্যে আসে।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্য দিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

Related posts

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই