গুজরাতে সপ্তম বার সরকার গড়ার পথে বিজেপি, হিমাচলে ‘ঐতিহ্য’ ধরে রাখতে মরিয়া কংগ্রেস

নয়াদিল্লি: বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। বিগত ২৭ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, এবারও গেরুয়া শিবিরই ক্ষমতা দখল করতে চলেছে এই রাজ্যে। অন্য দিকে হিমাচলপ্রদেশে গেরুয়া শিবিরকে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস।  ১৯৮৫ সালের পর আর কখনও শাসক দলকে পুনঃনির্বাচিত করেনি হিমাচল। সেই মতোই এ বারও ‘ঐতিহ্য’ ধরে রাখতে মরিয়া কংগ্রেস।

কোন দল কত আসনে এগিয়ে (দুপুর ২টো)

গুজরাত

বিজেপি: ১৫৮

কংগ্রেস: ১৬

আপ: ৫

অন্যান্য: ৩

হিমাচলপ্রদেশ

বিজেপি: ২৫

কংগ্রেস: ৪০

আপ: ০

অন্যান্য: ৩

আপডেট পেতে রিফ্রেশ করুন

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের