মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই ১০০ দিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস কেন্দ্রের

কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর। প্রায় এক বছর ধরে টাকা পাচ্ছে না রাজ্য। এরই মধ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করে এ বিষয়ে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ। তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যেই ১০০ দিনের কাজের বরাদ্দ পাওয়ার আশ্বাস পেল রাজ্য।

জানা যায়, গত বছর ডিসেম্বর থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা পায়নি রাজ্য। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের। এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের উপর ক্রমাগত চাপ তৈরি করছিলেন মমতা। টাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি। নভেম্বর মাসে দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

রাজ্যের দাবি, এর ফলে প্রকল্পের অধীনে যারা কাজ করছিলেন তাঁদের পাওনাও বকেয়া রয়েছে। পালটা কেন্দ্র দাবি করেছে, রাজ্যে খরচের হিসেব দেয়নি। তাই মেলেনি টাকা। প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রের।

সূত্রের খবর, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। দুজনের মধ্যে পঞ্চায়েতের কাজ নিয়ে আলোচনা হয়। তারপরই একশো দিনের বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। গিরিরাজ জানান, শীঘ্রই ১০০ দিনের বকেয়া বরাদ্দ পেয়ে যাবে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন: “কেন্দ্রের সহযোগিতা আর প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই”, দিল্লিতে বিজেপির দৌড় থামিয়ে বললেন কেজরিওয়াল

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?