প্রথম পাতা খবর বিদায়ের সুরে ২০২৩, আগমনীর আবাহনে ২০২৪

বিদায়ের সুরে ২০২৩, আগমনীর আবাহনে ২০২৪

278 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

ওগো বিদায়ী বছর,জানি আজ যদি বলি তুমি যেওনা,তুমি থেকে যাও,কিন্তু জানি তুমি থাকবেনা।আসলে এই থাকার যে কোন উপায় নেই।তাই শুধু এইটুকু বলে যাই,ওগো বিদায়ী বছর,ঠিক একবছর আগে তুমি এসেছিলে রাজার মতো, আজ বিদায়ের শেষ সময়ের শেষ পাতা গো,তুমি ঝরে যেওনা,তুমি আমাদের জীবনে,মননে স্মৃতির পরশখানি নিয়ে থেকো,গতদিনের নানান সুখদুঃখমাখা জীবনের কথাগুলি মনে রেখে।কারন,আমরা তো জানি,.. “Time marches on but Memory stays..”
তোমায় ভুলি কেমনে? কারণ আমাদের জীবনের যাবতীয় অভ্যাসে গত একবছরের তোমার উপস্থিতি ছিল আমাদের পরম পাওয়া।

আর নতুন বছর, শুনছো নতুন বছর, শুনতে কি পাচ্ছো..আমাদের কথা..?

আমরা তোমাকে আমাদের সমস্ত আদর আপ্যায়ন দিয়ে,তোমার আগমনীর অপেক্ষার মুহুর্তগুলি দিয়ে তোমাকে আমাদের জীবনে মিশিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছি।

তুমি এসো।যেমনকরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় নবজাতক।যেমন করে ভূমিষ্ঠ হয় নবজাগরন,ঠিক তেমনই তুমি এসো আমাদের প্রাত্যহিক,ব্যবহারিক জীবনে।

তুমি খবর নিও সেইসব মানুষের, যারা আজও পেটে একরাশ খিদে নিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে প্রায় প্রতিদিন, প্রতিরাতে ।নতুন বছর, ওগো নতুন বছর, তুমি কি পারোনা, সেইসব মানুষদের জন্যে এই পৃথিবীর থালাতে গরম গরম ফ্যানের গন্ধ ওঠা জুঁই ফুলের মতো সাদা সাদা দু’মুঠো ভাত দিতে, কিম্বা ঝলসানো চাঁদের মতো আধপোড়া দু’টো রুটি দিতে?

নতুন বছর তুমি মনে রেখো তাদের কথা,যাদের মাথার ওপরে ছাদ নেই।রোদে জলে ঝড়ে,শীত,গ্রীষ্ম,বরষায়, যাদের দিন কাটে ফুটপাতে,মাথায় প্লাস্টিকের ছাউনিতে,অমানবিক দুর্দশায়, তাদের কথা মনে রেখো।

নতুন বছর তুমি মনে রেখো সেই তাদের কথা,যারা আজও সঠিক চিকিৎসা পায়না।ঘুরে ঘুরে মরে এই হাসপাতাল থেকে ঐ হাসপাতাল।তারপর, মরে যায় বিনা চিকিৎসায়। তাদের কথা মনে রেখো, দেখো আর কেউ যেন মানবিকতার অবহেলায়,নাগরিকত্বের অপমানে বিনা চিকিৎসায় মারা না যায়।

নতুন বছর,তোমার আগমনের রোশনাই মাখানো রাস্তায় আজ আলোর আলপনা। সেই আলোয় আলোয় ভরে যাওয়া আকাশের তলায় ঘুমায় কত অসহায় মানুষ, ন্যায্য অধিকারের দাবীতে বসে থাকে কত মানুষ একটু সুবিচারের আশায়।তাদের দুটো হাতে খেটে খাওয়ার প্রার্থনা নিয়ে তারা অতিক্রান্ত করে দিন রাত,মাস,বছর।তুমি দেখো তাদের নতুন বছর। তুমি তাদের পাশে থেকো তোমার ন্যায়-নিষ্ঠার নিরপেক্ষতার মানদণ্ড নিয়ে।

নতুন বছর, তুমি একখানা শ্লেট, একটা পেনসিল, বা একটা খাতা আর একটা বর্ণপরিচয় তুলে দিও সেই শিশুদের হাতে,যাদের কাছে পড়াশোনা একটা আকাশের তারা। তারা শিখবে তাদের মায়ের ভাষা,ভালোবাসবে তাদের জন্মভুমিকে।আগামী দিনে যত্নে রাখবে তাদের মাতৃভুমিকে।

নতুন বছর,শুনছো নতুন বছর…তুমি দেখো আর কেউ যেন কোনওদিন জাতের নামে বজ্জাতি না করতে পারে।কেউ যেন ধর্মের নামে অন্যের প্রতি অসহিষ্ণু নাহয়। কারণ, নতুন বছর তুমি জানো তো..আমাদের এই মাটিতেই শ্রীমুখ নিঃসৃত সেই সত্য,সেই বানী উচ্চারিত হয়েছিল…”যত মত,তত পথ”। ” অসতো মা সৎ গময়,/তমসো মা জ্যোতির্গময়,/ মৃতোর্মা অমৃতং গময়..// শান্তি শান্তি শান্তি…।

নতুন বছর তুমি এসো আমাদের ঘরে ঘরে রাজার মতো। আমাদের ঘরে ঘরে, মানুষের মনে মনে রাজার চিঠির মতো দিয়ে যেও শুভচিন্তার, শুভকামনার আহ্বান,আনন্দের সপ্তপর্ণ মহিমায় মহিমান্বিত হোক নতুন বছর, তোমার নতুন আগমনে।সেই নব আগমনের ছন্দে ছন্দে স্পন্দিত হোক প্রার্থনার নবজাগরণ। জাগ্রত হোক মানবাত্মা, জাগ্রত হোক গণদেবতা। জাগ্রত হোক মানবতা,মহানুভবতা, সহিষ্ণুতা,সম্প্রীতির সংবেদনশীলতা।

রেখে যাও নতুন বছর সকলের জন্য শুভেচ্ছা,অভিনন্দন আর সকলের খুব ভালো থাকার শুভ কামনা।

নতুন বছর রেখে গেলাম তোমার জন্য এই খোলা চিঠি… তুমি যত্ন করে পড়ে নিও।তুমি যত্নে রেখো আমাদের সকলকে…।

ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো নতুন বছর..

ওগো নতুন বছর শুনতে পাচ্ছো..আমাদের কথা….

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.