প্রথম পাতা খবর মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান-ধস হিমাচলপ্রদেশে, সিমলায় ধসে মৃত্যু, নিঁখোজ অনেকে

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান-ধস হিমাচলপ্রদেশে, সিমলায় ধসে মৃত্যু, নিঁখোজ অনেকে

332 views
A+A-
Reset

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান-ধস সিমলায়। মৃত্যু হয়েছে একজনের। আহত বেশ কয়েকজন বহু মানুষ নিঁখোজ। ফ্ল্যাশ ফ্লাডে মালানা পাওয়ার প্রজেক্টে কাজ করাকালীন আটকে পড়েছিলেন ২৫ জনের বেশি শ্রমিক। তাঁদের সবাইকেই সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। বেশ কিছু পাহাড়ি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। কুলু জেলার খাড়ভি, তরলা ইত্যাদি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে একাধিক বাড়ি, গবাদি পশু ও গাড়ি ভেসে যাওয়ার খবর মিলেছে। রাতভর ভারী বৃষ্টির জেরে ক্যাম্পিং সাইটও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

কাসোল-জাইমালা সড়কে ধসের কারণে উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরিও হয়েছে। জলের তোড়ে মণিকরণ জেলায় চারজন ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। জলের তোড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বতী নদীর ব্রিজ। রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিরেক্টর সুদেশ মোখতা বলেছেন, বুধবার সাত সকালে কুলু জেলার ছাল্লাল পঞ্চায়েতের একটি গ্রামে ঝঞ্ঝার জেরে চার থেকে ছয়জন নিখোঁজ।

আরও পড়ুন :

বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ

মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রীর বাড়ানো হয়েছে বাসভবনের নিরাপত্তাও

একধাক্কায় কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.