প্রথম পাতা খবর মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস

87 views
A+A-
Reset

মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস। বুধবার থেকে ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। একধাক্কায় গার্হস্থ্য এলপিজি-র দাম বাড়ল ৫০ টাকা। এই নিয়ে গত দু’মাসে ১০৩ টাকা বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর আগে ১৯ মে ৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে ৫০ টাকা বেড়ে হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি সিলিন্ডারের দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা কমে হয়েছে ২ হাজার ১৩২ টাকা।

বুধবার থেকে কলকাতায় গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে ৫০ টাকা। কলকাতায় এর আগে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১০২৯ টাকা। এবার থেকে প্রতিটি সিলিন্ডারের দাম হবে ১০৭৯ টাকা। অন্যদিকে ৫ কেজির সিলিন্ডারের দাম হবে ৩৯৬টাকা। একই সঙ্গে ১০ কেজির কম্পসিটের দাম ৭৬৯ টাকা এবং ৫ কেজির কম্পোসিটের দাম হবে ৩৯৬ টাকা। দিল্লি ও মুম্বইতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিকোচ্ছে ১০৫৩ টাকা করে। চেন্নাইতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১০৬৯ টাকা।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.