প্রথম পাতা খবর বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ

বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ

70 views
A+A-
Reset

বুধবার ভারতে একলাফে কোভিড সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ। এবার কি তবে চতুর্থ ওয়েভের আশঙ্কা? প্রতিটি রাজ্যে ফের টেস্টিং এবং টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় ভারতে ২৩ শতাংশ বাড়ল সংক্রমণের হার।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন। গতকালের তুলনায় যা বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ২১২। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৬ শতাংশ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ২৭০। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫,৩৯৪ জন। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ২০ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।  এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১০ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৫৪ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন :

মধ্যবিত্তের পকেটে টান, ফের মহার্ঘ রান্নার গ্যাস

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইনেই, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রীর বাড়ানো হয়েছে বাসভবনের নিরাপত্তাও

একধাক্কায় কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট

হাওড়া থেকে বিমানবন্দর রুটে চালু হল ইলেকট্রিক বাস পরিষেবা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.