হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন, কোনো রকমে বড় দুর্ঘটনার থেকে রক্ষা

হাওড়া: লাইনচ্যুত লোকাল ট্রেন! বুধবার সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে যায় ডাউন বাগনান লোকালের বগি। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা। তবে, অফিস টাইমে এ ধরনের ঘটনায় চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।

রেল সূত্রে খবর, বাগনান থেকে হাওড়ায় আসছিল লোকাল ট্রেনটি। হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে আসতেই ঘটে বিপত্তি। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছু আগে বাঙ্গালবাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

অফিসের সময়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী। ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে আসেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁন। দ্রুত কাজ শুরু করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় ট্রাক ও ট্রেনের চাকা মেরামতির কাজ শুরু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ