কলকাতা: বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম। সেমেস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পাশাপাশি পাশ-ফেলের নিয়ম বদলের সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক এবার নেওয়া হবে দুটি সেমিস্টারে। ফেলের ভয়ও আর থাকছে না ছাত্রছাত্রীদের। পরীক্ষায় একবার অনুত্তীর্ণ হলেও থাকছে দ্বিতীয় সুযোগ। অর্থাত্ প্রথম সেমেস্টারে ফেল করলেও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। দুটি সেমেস্টার মিলিয়ে দেখা হবে পড়ুয়ারা উত্তীর্ণ নম্বর পাচ্ছেন পাচ্ছেন কিনা।
শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রতি সেমেস্টারে লিখিত পরীক্ষা হতে পারে ৩৫ নম্বরের। দু’টি সেমেস্টারের ৩৫ নম্বর করে যোগ করে তার মধ্যে প্রাপ্ত নম্বরের হিসেব হবে। তবে, দ্বিতীয় বিকল্পও থাকছে। সেক্ষেত্রে প্রতি সেমেস্টারে ৭০ নম্বরেই হতে পারে থিওরি পেপারের পরীক্ষা। চূড়ান্ত ফল নির্ণয়ের ক্ষেত্রে দু’টি সেমেস্টারের গড় নম্বরের হিসেব হবে। বাকি ৩০ নম্বর বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যাল তথা প্রোজেক্টের জন্য। আগেই ঘোষণা করা হয়েছে, প্রথম সেমেস্টারের থিওরি পেপার হবে এমসিকিউ পদ্ধতিতে।
তিনি আরও জানিয়েছেন, প্রথম সেমেস্টারে অকৃতকার্য হলেও পরবর্তী সেমেস্টারে বসা যাবে। না হলে নিরন্তর মূল্যায়ন পদ্ধতিটিই ধাক্কা খাবে। প্রথম সেমেস্টারের খারাপ ফল পরবর্তী সেমেস্টারে পুষিয়ে নেওয়া যাবে। আর নয়া সিলেবাস এবং সেমেস্টার পদ্ধতি চালু করা হবে একসঙ্গেই।