কলকাতা : তিন কৃষি আইনের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে।
সূত্রের খবর, এনসিপি নেতা মনে করছেন কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে কৃষক যে আন্দোলন করছেন তাকে আরও শক্তিশালী করতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সে কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছেন শরদ পাওয়ার।
এনসিপি নেতা মনে করেন দেশের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধংসের খেলায় মেতেছে বিজেপি। এই অপচেষ্টা বিরুদ্ধে সংগঠিত হয়ে লড়াই করতে হবে।
জানুয়ারীতে কলকাতায় বিরোধী দলগুলিকে নিয়ে সভা করতে চান শরদ পাওয়ার। মমতা অবশ্য আগেই এই সভার পরিকল্পনা করেছেন। সভায় উপস্থিত থাকবেন শরদ পাওয়া বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : দলত্যাগী নেতা-বিধায়কদের বাড়া ভাতে ছাই পড়বে না তো?