প্রথম পাতা খেলা অ্যাডিলেডে হারের লজ্জা ঢেকে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে ভারত

অ্যাডিলেডে হারের লজ্জা ঢেকে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে ভারত

282 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : টিম ইন্ডিয়ার সামনে ঘুরে দাঁড়ানোটা একটা চ্যালেঞ্জ। কারণ প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়ানোটা বেশে কঠিন। তার সঙ্গে গোদের উপর বিষ ফোড়ার মতো তৈরি হয়েছে দুটি সমস্যা।

এক অধিনায়ক বিরাট কোহলিকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না। দুই মহম্মদ শামির চোট। তাই মেলবোর্ন টেস্টে ঘুরে দাঁড়ানো জন্য চারটি পরিবর্তন করতে চলেছে ভারত।

এই টেস্টে সুযোগ দেওয়া হবে তরুণদের। কারণ পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন কোহলি। ভারতীয় এক সংবাদমাধ্যেমের দাবি কোহলি জায়গায় দলে ঢুকছেন লোকেশ রাহুল।

অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে সুইয়ের সামনে পৃথ্বী শ -এর অসহায়তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। তাই তাঁর জায়গায় দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শুভমন গিলের।

অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচগুলিতে রান পেয়েছেন গিল। ফলে তাঁকে দলে আনা হতে পারে। তবে গিল অআর রাহুলের মধ্যে কে প্রথম টেস্টে ওপেন করবে সেটা এখনও স্পষ্ট নয়।

দ্বিতীয় টেস্টে চোট লেগে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শামি। তাঁর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন মহম্মদ সিরাজ বা নবদীপ সাইনি। তবে ফর্মে কারণে সিরাজেকই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট।

শেষ পরিবর্তনটি হল, ফের ঋদ্ধিমান সাহাকে সরিয়ে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। আসলে কিপিং ভাল করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাহা। আর টিম ম্যানেজমেন্ট মনে করছে, অজিদের উপর চাপ বাড়াতে এমন কাউকে দরকার, যে কিনা দ্রুত রান করতে পারে। সেই কারণেই দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় খেলবেন পন্থ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.