‘আবেগতাড়িত’ হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম, আবারও ‘মমতাদি গ্রহণ করেছেন, তৃণমূলে যৌগ দিয়ে বললেন সব্যসাচী

ডেস্ক: অবশেষে তৃণমূলেই ফিরলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। বিধানসভায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে ‘ঘরে’ ফেরেন সব্যসাচী। মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের মায়া কাটিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন তিনি। ভোটে লড়েছিলেন বিধাননগর থেকে, সুজিত বসুর বিপরীতে। কিন্তু সাফল্য আসেনি। ফলে ভোটের ফলপ্রকাশের পর থেকেই ক্রমশ দলের সঙ্গে ফাটল বাড়ছিল সব্যসাচীর। শেষমেশ ভবানীপুর উপনির্বাচনে জিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনেই নিজের পুরনো ঘরে ফিরে এলেন সব্য়সাচী দত্ত।


ফিরেই বলেন, ‘দীর্ঘদিন পৌরসভার প্রতিনিধি, মেয়র, দুবার বিধায়ক সবটাই মমতা দি-কে সামনে রেখে পেয়েছি। অন্য দলে যাইনি, এটা বললে মিথ্যে বলা হবে। নিশ্চয় দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই কারণে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম। কিন্তু আজ আবার মমতা দি আমায় গ্রহণ করলেন। পার্থ দা, ববি (ফিরহাদ) দা গ্রহণ করলেন। আবার আজকে নতুন পথ চলা শুরু হয়েছিল। এবার দল যেভাবে বলবে সেভাবেই চলব।’

আরও পড়ুন: ভবানীপুরের বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় রাজ্যপালের সঙ্গে চা-চক্রে মুখ্যমন্ত্রী


যদিও সব্যসাচীকে তৃণমূল তাঁর আগের জায়গা ফিরিয়ে দেবে কি না এই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা, সব্যসাচীকে উত্তর-পূর্বে কোনও বড় দায়িত্ব দিতে পারে তৃণমূল। একই জল্পনা দীর্ঘ সময় ধরে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। এ বারও তিনি কবে ঘরে ফেরেন সে দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার