ডেস্ক: বাংলার প্রথম দফার ৩০ আসনের ভোট সম্পন্ন হয়েছে। এদিন দিল্লির বৈঠকে অমিত শাহ বলেন, ‘বাংলায় তোষণ ও অনুপ্রবেশের রাজনীতি চরমে। রাজ্যে চলছে দুর্নীতির রাজনীতি। শাসক দল পাল্টেছে, বাংলার ভাগ্য একই রয়েছে।বাংলার উন্নতি সম্ভব, এই স্বপ্ন বিজেপি দেখিয়েছে।’
অমিত শাহ বলেছেন,‘নন্দীগ্রামে পরিবর্তন করুন, বাংলায় আপনা-আপনি হবে।মা-মাটি-মানুষের সব দাবি অসার। রাজ্যে পরিবর্তন এবার অবশ্যম্ভাবী। ফোন করে আর কিছু হবে না। পায়ের তলার জমি সরে গিয়েছে তৃণমূল সরকারের।’
আরও পড়ুন: জনতা কার্ফুকে সফল করার জন্য দেশবাসীকে মন কি বাত অনুষ্ঠানে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
অমিত শাহ দাবি করলেন, ‘প্রথম দফায় বাংলায় যে ৩০ আসনে ভোট হয়েছে, তাতে আমরা গ্রাউন্ড লেভেল থেকে যে খবর পাচ্ছি, তাতে ২৬ আসন আমরা পাবই।’ অমিত শাহ বলেন, ‘বাংলায় এ বার শান্ত ভোট হয়েছে। এটা আগামী দিনের জন্য খুব ভালো খবর। ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। সেই সূত্রেই আমাদের জয় নিশ্চিত। পরের দফাগুলিতেও এই ভাবে ভোট হলে আমরা ২০০-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়ে শাহ বলেন, ‘বোমা-গুলি মৃত্যু ছাড়া হয়েছে প্রথম দফার নির্বাচন।’