ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘আমি আমন্ত্রিত থাকলে যেতাম’। বললেন, ‘আমি শুনেছি, যে দশটা রাজ্যে করোনা বেশি হয়েছে, তাঁদের ডাকা হয়েছে’। সেইসঙ্গে তৃণমূল নেত্রীর কটাক্ষ, “শুধু ভাষণ দিলে হবে না, পরিস্থিতি সামলান।”
এদিন দিল্লিতে যখন বৈঠক চলছে, তখন দুর্গাপুরে ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, ‘আজকে বোধহয় উনি কোনও মিটিং করছেন। আমি শুনেছি। আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ পেলে নিশ্চয়ই যেতাম’। এরপরই যোগ করেন, ‘আমি শুনেছি, যে দশটা রাজ্যে করোনা বেশি হয়েছে, তাঁদের ডাকা হয়েছে। সে ঠিক আছে, অসুবিধা নেই’।