আলাপন এফেক্ট! এবার অবসরপ্রাপ্ত আমলাকে সরকারি পদে বসালেই চাই ভিজিল্যান্সের ছাড়পত্র

ডেস্ক : অবসরপ্রাপ্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগের তিনদিনের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। এই নির্দেশিকা অনুযায়ী, অবসরপ্রাপ্ত কোনও সরকারি আমলাকে সরকারের কোন কাজে নতুন করে নিয়োগ করতে হলে এবার থেকে ভিজিল্যান্স কমিশনারের ছাড়পত্র লাগবে।

এই নির্দেশ অনুযায়ী, কেন্দ্রের অল ইন্ডিয়া সার্ভিসের গ্রুপ ‘এ’ পদমর্যাদার অবসরপ্রাপ্ত অফিসাররা এবং কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা অন্যকোন সংস্থার সমতুল মর্যাদার অফিসাররা এর আওতায় আসবেন। কমিশন জানিয়েছে, এই অফিসারদের যদি কমিশন বা চুক্তির ভিত্তিতে পুনর্নিয়োগ হয় তবে তাদের ভিজিল্যান্স কমিশনের ছাড়পত্র লাগবে।

শুধু তাই নয়, কোনো সরকারি বা বেসরকারি পদে যদি ওই অফিসারদের নিয়োগ করার কথা ভাবা হয় তবে, বিশেষ একজনকে বেছে নেওয়া যাবে না। সরকারি ক্ষেত্রে তার বিজ্ঞাপন দিতে হবে। সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে কমিশন জানিয়েছে।

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার