করোনার জেরে আগামী বছরও উচ্চ মাধ্যমিক বাতিল হলে নতুন পদ্ধতিতে মূল্যায়ণ, ঘোষণা সংসদের

ডেস্ক: করোনার জেরে আগামী বছরও খাতা-কলমে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে নতুন পদ্ধতিতে হবে মূল্যায়ন। মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ করাই লক্ষ্য, জানালেন নব নিযুক্ত পর্ষদ সভাপতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে আগামী বছরও যদি করোনা পরিস্থিতি থাকে, তাহলে এই বছরে মতোই অবস্থা হবে। অর্থাৎ পরীক্ষা নেওয়া যাবে না।
যদিও এখনও আগামী বছরের জন্যে পরীক্ষার কোনও তারিখ প্রকাশ করা হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি সংসদের।


 সংসদের নব নিযুক্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এবার একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী বছরও একই অবস্থা থাকলে উচ্চমাধ্যমিকে কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।” উচ্চমাধ্যমিকের ফলবিভ্রাট নিয়েও এবার বিস্তর অশান্তি হয় রাজ্যে। জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। পরে সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়। রিভিউতেও বহু পড়ুয়ার নম্বর বেড়েছে। নতুন সংসদ সভাপতি এদিন জানিয়েছেন, “মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ ও আধুনিক হবে।”

আরও পড়ুন: টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক এলাকা

প্রসঙ্গত, এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ হয়। পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা গর্জে ওঠেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। পড়ুয়াদের বিক্ষোভের জেরে পরে অবশ্য প্রায় সবাইকেই পাশ করিয়ে দেওয়া হয়। বহু পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে অখুশি ছিলেন। সেক্ষেত্রে অনেকেই রিভিউ করান। রিভিউতে অনেকের নম্বর বেড়ে যায়।  

Related posts

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি