117
ডেস্ক: এবার লকডাউনের পথেই হাঁটতে হল কেরালাকে। টুইটে কেরালার মুখ্যমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৮ মে থেকে পুরো লকডাউন থাকবে কেরালা। চলবে ১৬ মে পর্যন্ত।
আরও পড়ুন: ‘হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্যান্ট, কাজে লাগানো হবে কোয়াক ডাক্তারদের’: মমতা
মোকাবিলায় ওয়ার্ড কমিটিগুলিকে আরও শক্তিশালী করতে হবে। সেইসঙ্গে এলাকায় ডাক্তারি পড়ুয়াদের নিয়ে র্যাপিড রেসপন্স টিম তৈরি করতে হবে। গতকাল কেরালার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান যাতে অক্সিজেন সরবরাহ, ভ্যাকসিনের জোগান ও আরো বেশি করে ভেন্টিলেটর দেওয়া হয়।সরকার মনে করছে, যত বেশি সংক্রমণ বাড়বে, তত বেশি অক্সিজেনের চাহিদা বাড়বে।সেই এই সব সরঞ্জামের জোগান দেওয়া প্রয়োজন।