এবার দিঘায় ঘুরতে গেলে মানতে হবে প্রশাসনের এই নির্দেশিকা

ডেস্ক: রাজ্যে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। সাধারণ মানুষের স্বার্থে আগের থেকে কিছুটা শিথিল বিধিনিষেধ। এই সুযোগকে কাজে লাগিয়ে দীঘা, মন্দারমণিতে ভিড় জমিয়েছে পর্যটকরা। শিকেয়ে উঠেছে কোভিড বিধি। এই পরিস্থিতিতে সোমবার কঠোর সিদ্ধান্ত নিল কাঁথি মহকুমা প্রশাসন।
মহকুমাশাসকের স্বাক্ষরিত একটি নির্দেশিকা এ দিন জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ওই মহকুমার অন্তর্গত হোটেল এবং রিসর্টগুলি এখন থেকে পর্যটকদের দু’টি টিকার শংসাপত্র অথবা সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে নেওয়া কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখে তবেই তাঁদের হোটেলে প্রবেশ করতে দেবে।

আরও পড়ুন: ‘ভিতরে কথা’ যাঁরা ‘বাইরে বলছে’, তাঁদের নামে নাড্ডার কাছে ‘নালিশ’ জানালেন দিলীপ


দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এই সব জায়গায় যেতে হলে পর্যটকদের কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক। আরটিপিসিআরের পাশাপাশি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট থাকলেও চলবে। তবে টিকার দু’টি ডোজ নিলেও কাজ হবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে হোটেলের বিভিন্ন জায়গায় কোভিড সচেতনতামূলক পোস্টার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকাতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের