মিছিলে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

বৃহস্পতিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে একটি মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ডান পায়ে বুলেট লেগে এখন লাহোরের হাসপাতালে চিকিৎসাধীন ইমরান।

এ দিনের হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ন’জন। জখম ইমরানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই)-এর সেনেটর ফয়জল জাভেদ। পিটিআইয়ের আর এক প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরি দাবি করেছেন, ইমরানের উপর একে-৪৭ থেকে হামলা চালানো হয়েছিল।

ঘটনাটি ঘটেছে ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। ইমরানের দলের তরফে টুইট করা ভিডিয়োয় দেখা যায়, একটি কালো রঙের এসইউভি থেকে নেমে কন্টেনার ট্রাকে চড়তে দেখা যায় ইমরানকে। কয়েক মিনি‌টের মধ্যেই গুলি চালানোর শব্দ শোনা যায়।

২০০৭ সালে একটি সমাবেশে পাকিস্তানের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে গুলি করে হত্যা করা হয়েছিল। ইমরানের আঘাত গুরুতর না হলেও সেই স্মৃতিই ফেরাল এ দিন ঘটনা। হাসপাতালে চিকিৎসাধীন ইমরান বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আল্লাহ আমায় আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’’

আরও পড়ুন: গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ, বিবস্ত্র হয়ে পড়ে প্রেমিকা, সল্টলেকে চাঞ্চল্য

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২