ডেস্ক: দেশে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। তবে রবিবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন।
একদিনেই মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। তবে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৭৩২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৩ জন। বর্তমানে দেশে সক্রিয়. রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২।
এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আবারও ভারতের পাশে ব্রিটেন। অতিরিক্ত এক হাজার ভেন্টিলেটর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। অস্ট্রেলিয় ক্রিকেটার প্যাট কামিন্সের পর এবার ভারতকে করোনা পরিস্থিতি মোকাবিলায় ৫০ হাজার ডলার দিল অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড।