113
ডেস্ক: ফের নতুন রেকর্ড গড়ল দেশে দৈনিক সংক্রমণে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের।
এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮-এ। তবে এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টাতেও সুস্থতার হার বেশ আশাজনক। একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ১৬,৪৮,৭৬,২৪৮ জনের টিকাকরণ হয়েছে। গতকাল সন্ধে আটটা পর্যন্ত ১৮-৪৪ বছরের মধ্যে ২.৬২ লক্ষ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।