কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল রাজ্যে এসেছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সরেজমিনে দেখতে। আজ সকালে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন টিমের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের এই বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন।
রাজভবনে বৈঠকে বসেন রাজ্যপাল ও স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব। শুক্রবার সকাল দশটায় রাজভবনে হাজির হয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যদিল্লি ফিরে ওই প্রতিনিধিদল কেন্দ্রকে রিপোর্ট দেবে। টুইট করে সেই বৈঠকের কথা জানিয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন : ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ ১৪ হাজার
রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিনই রাজ্যে অশান্তি ও হিংসার ঘটনায় রিপোর্ট তলব করেছিল অমিত শাহের মন্ত্রক। আর গতকাল, বৃহস্পতিবার কলকাতায় এসে পৌঁছেছেন সেই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। গতকালই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করেছেন।