কলকাতা: রাজ্য পুলিশের শীর্ষ পদে আবারও বড় পরিবর্তন। সবথেকে গুরুত্বপূর্ণ চারটি পদে রদবদল করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থার প্রধান রাজাশেখরনকে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিং বিভাগে।
সম্প্রতি রাজ্যের একাধিক ঘটনা, যেমন শিয়ালদহে অস্ত্র উদ্ধারের ঘটনায় ভিন রাজ্যের যোগ এবং কসবা কান্ডের তদন্তে বিহারের নাম উঠে আসার পর থেকেই আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। নবান্নে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সিআইডি-র পুরোটাই রদবদলের ইঙ্গিত দেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, “অভিযোগ পেলে তা ক্রস চেক করো। যদি সত্যি হয়, কড়া পদক্ষেপ করো। কেউ বাধা দিলে আমি শুনবও না।” এরপরই একে একে রদবদল।
ট্রেনিং বিভাগে থাকা দময়ন্তী সেনকে এবার এডিজি আইজি পলিসি মেকিং পদে আনা হয়েছে। রাজ্য পুলিশের নীতি নির্ধারণের দায়িত্বে থাকবেন তিনি।
এডিজি আইজি ইবি পদে থাকা রাজীব মিশ্রকে সরিয়ে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে আনা হয়েছে। তবে রাজ্য গোয়েন্দা সংস্থার নতুন প্রধানের নাম এখনও ঘোষণা করা হয়নি।
পুলিশ প্রশাসনের দাবি, এটি একটি রুটিন রদবদল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।