ওয়েবডেস্ক : বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উতপ্ত হল বর্ধমান। জেলা বিজেপি কার্যালয়ে পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে তুমুল হাতহাতি ইটবৃষ্টি শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দীর অপসারণের দাবিতে সরব হন বিজেপির একটি গোষ্ঠী। তাঁদের অভিযোগ, পুরানো কর্মীদের গুরুত্ব না দিয়ে নতুন যারা দলে আসছেন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাদের আরও অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্বোধন করা দলীয় কার্যালয়ে নানা অনৈতিক কাজ হচ্ছে।
এই অভিযোগগুলি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির পুরনো কর্মীরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
নতুন কর্মীরা ওই দলীয় কার্যালয়ের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ।
তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরাও পালটা ইট ছুঁড়তে থাকে। ভেঙে পড়ে পার্টি অফিসের জানলা। দলীয় কার্যালয় সংলগ্ন জিটি রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
বর্ধমান থানা থেকে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় । লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়া হয়। জ্বলন্ত গাড়িগুলির আগুন নিয়ন্ত্রণে আনতে আসে দমকল ।