ওয়েবডেস্ক : সিডনিতে জাতীয় সঙ্গীত শুনে বাবার কথা মনে পড়তেই চোখে জল এসে গিয়েছিল তাঁর। আর ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে বাড়ি না গিয়ে সোজা বাবার সমাধিস্থলে চলে গেলেন মহম্মদ সিরাজ।
এই সিরিজ শুরু হওয়ার ঠিক আগে বাবাকে হারান সিরাজ। সিডনিতে কোয়ারেন্টিনে থাকার সময় বাবার মৃত্যুর খবর পান তিনি। কিন্তু জাতীয় দলের কর্তব্য ফেলে দেশে ফিরে আসতে পারেননি তিনি। বাবার স্বপ্নপূরণ করতে থেকে যান দলের সঙ্গেই।
আরও পড়ুন : গাব্বায় ঐতিহাসিক টেস্ট জয় রাহানের ভারতের, ক্যাঙারুর দম্ভচূর্ণ
সিরাজ বলেন, ‘‘বাবা মারা যাওয়ার পর ৫ উইকেট নেওয়া তো দূরের কথা, খেলাই একেবারে সহজ ছিল না। কিন্তু আমি বাড়িতে মার সঙ্গে কথা বলেছিলাম। বাড়ির সবাই আমায় মানসিক শক্তি দিয়েছে। আমার মনে হয় আমি বাবার ইচ্ছে পূরণ করতে পেরেছি।’’
তবে শুধু বাবার মৃত্যু নয়, অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হওয়াটাও যথেষ্ট আঘাত দিয়েছিল সিরাজকে। আম্পায়ারদের ডেকে গোটা ঘটনা জানান তিনি। এরপর ছয় সমর্থককে বের করে দেয় পুলিশ।