ডেস্ক: ভারতে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ ! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বৃহস্পতিবারই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ পার করেছিল। এ দিন তা আরও বেড়ে প্রায় সাড়ে তিন লাখ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ এখনও পর্যন্ত দেশে ১৩,৫৪,৭৮,৪২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ মোট আক্রান্তের সংখ্যা দেখলে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর সংখ্যা অনুযায়ী এখন বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লক্ষ ৯৪ হাজার ৮৪০ আর মৃত্যু হয়েছে ৬২,৪৭৯ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,০১৩ জন আর মৃত্যু হয়েছে ৫৬৮ জনের। কেরলে আক্রান্ত ১৩ লক্ষ ২২ হাজার ০৫৪ জন। মৃত্যু হয়েছে ৫,০২৮। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬,৯৯৫ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৪৭ হাজার ৯৯৭ আর মৃত্যু হয়েছে ১৩,৮৮৫ জনের। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৭ হাজার ৭১১ আর মৃত্যু হয়েছে ১৩,৩১৭ জনের।
অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৯ লক্ষ ৯৭ হাজার ৪৬২ জন। মৃত্যু হয়েছে ৭,৫৪১ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৯ লক্ষ ৭৬ হাজার ৭৬৫ জন। মৃত্যু হয়েছে ১০,৫৪১ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৯ লক্ষ ৫৬ হাজার ৩৪৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৩,১৯৩ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৭,০০,৯০৪ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৭৬৬। গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৭৫০ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬,০৫,৫৬৮ আর মৃত্যু হয়েছে ৬,৬৭৪ জনের।
আরও পড়ুন: পালঘরে কোভিড সেন্টারে ভয়াবহ আগুন, মৃত ১৩
অন্যদিকে, দেশজুড়ে দেখা দিয়েছে ব্যাপক অক্সিজেন সঙ্কট। একাধিক হাসপাতাল অক্সিজেন ফুরিয়ে যাওয়ার অভিযোগ জানাচ্ছে। কেন্দ্রের তরফে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌছতে চালু করা হয়েছে অক্সিজেন এক্সপ্রেসের মতো পরিষেবাও।
করোনাভাইরাসের সংকটে সারা দেশেই উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়ছে। এবার খোলাবাজারেও মিলবে করোনা ভ্যাকসিন। এরইমধ্যে রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনা-ভ্যাকসিন দেওয়ার কথাও বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৫ মে থেকে রাজ্যের সবাইকে নিখরচায় করোনা ভ্যাকসিন দেওয়া হবে।